প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার ৩৪ বলে ৭৯ রানের তাণ্ডবে ৪৩ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। ইডেন গার্ডেনে বুধবার (২২ জানুয়ারি) ম্যাচটি অনুষ্ঠিত হয়। অভিষেকের ইনিংসটি সাজানো ছিল ৮ ছক্কা ও ৫ চারে। ছিল।
অভিষেক ছাড়াও সঞ্জু স্যামসন ২০ বলে ২৬ রান করেন এবং সূর্যকুমার যাদব রান না করেই আউট হন। তিলক বার্মা ১৬ বলে ১৯ রান এবং হার্দিক পান্ডিয়া ৪ বলে ৩ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন জফরা আর্চার, যিনি ২১ রান দিয়ে ২ উইকেট নেন।
ইডেন গার্ডেনে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে এই জয়টি ভারতের ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বড় জয়। এর আগে ২০১২ সালে ১৫৮ রান তাড়া করতে গিয়ে ১৩ বল বাকি রেখে জয় পেয়েছিল ভারত।
এর আগে, ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ড ব্যাটিংয়ে ধস নামে। টস হেরে ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। ইংল্যান্ডের একমাত্র ভরসা ছিলেন অধিনায়ক জস বাটলার, যিনি ৪৪ বলে ৬৮ রান করেন। তবে বাকি ব্যাটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ হন।
ভারতের বোলিংয়ের মধ্যে বরুণ চক্রবর্তী ২৩ রান খরচায় ৩ উইকেট নেন, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।