শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো করে প্রেসার কুকারে রান্না

প্রতিনিধির / ৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো প্রেশার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরু মূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতেই পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন গুরু মূর্তি নামের ওই ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। গুরু মূর্তির স্ত্রী ভেঙ্কটা মাধবী (৩৫) নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলে হত্যাকাণ্ডের এই ঘটনা বের হয়ে আসে।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি ভেঙ্কটা মাধবী নিখোঁজ হয়। পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্দেহ করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে গুরু মূর্তি তার অপরাধের কথা স্বীকার করেন।

পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর গুরু মূর্তি মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে কাটেন। এরপর সেগুলো প্রেসার কুকারে সেদ্ধ করেন। পরে হাড়গুলোকে আলাদা করে মানদিস্তা দিয়ে সেগুলো গুঁড়ো করার পর আবারও সেদ্ধ করেন। এভাবে তিন দিন ধরে একাধিকবার মাংস এবং হাড় সেদ্ধ করার পর সেগুলো প্যাকেটে করে স্থানীয় একটি লেকে ফেলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ