মহাখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাঝ সড়কে উল্টে গেছে ডিম বোঝাই পিকাপ। এতে নষ্ট হয়েছে প্রায় ২৫ হাজার ডিম। শুক্রবার রাতে জাহাঙ্গীর গেটের কাছে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
গাজীপুরের কাপাসিয়া থেকে ডিম বোঝাই করে রাজধানীর মোহাম্মদপুরে যাচ্ছিল পিকআপটি। কিন্তু মহাখালী ফ্লাই্ওভার থেকে নামার পরেই একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় উল্টে যায় পিকআপটি।
পরে পুলিশের সহযোগিতায় র্যাকার দিয়ে দ্রুত সড়ক থেকে পিকআপটি সরিয়ে নেয়া হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ডিম ব্যবসায়ী।