আবারো উত্তপ্ত রাশিয়ায় ইউক্রেন শতাধিক ড্রোন হামলা চালায় তারা। গতকাল শুক্রবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলের লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন।
দেশটির ব্রায়ানস্ক, রায়াজান, এবং কুরস্কঅঞ্চল টার্গেট করে এ হামলা করা হয়। তবে কিয়েভের অন্তত ১২১টি ড্রোন প্রতিহতের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।
অন্যদিকে, ফ্রন্টলাইনগুলোতেও দু’দেশের সেনাদের সম্মুখ সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে তুমুল সংঘর্ষ হয়েছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মাঝে।
পোকরোভস্কে পুতিন বাহিনীকে ধরাশায়ী করেছে কিয়েভ এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর। তারা বলছে, অঞ্চলটির সাপ্লাই লাইন বন্ধ করে দিলেও সুবিধা করতে পারছে না মস্কোবাহিনী।