বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

ঋণের সুদ হার কমানোর ব্যাপারে ইতিবাচক বেইজিং

প্রতিনিধির / ২৪ বার
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশিরা চিকিৎসা নিতে পারে, সে জন্য বেইজিং সরকারের সাথে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তিব্বতে ব্রক্ষপুত্রের ওপর চীনের বাঁধ নির্মাণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের। তবে নদ থেকে পানি না নেয়ার আশ্বাস দিয়েছে বেইজিং।

চীন সফর নিয়ে রোববার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

তিনি জানান, আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দিক, সেটা চায় চীন। দেশটির চাওয়া, বহুপক্ষীয় ফোরামের পাশাপাশি ড. ইউনূস দেশটিতে দ্বিপক্ষীয় সফর করুক।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা হয়েছে কিনা-জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বলেন, আমি একেবারে সত্যি কথাটা আপনাদের বলি, এটা নিয়ে কোনো কথা হয়নি। কারণ, আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়ো করছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ