রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী ম্যাচ থেকে সাবরিনার রহমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তারা। রবিবার ভোর সাড়ে চারটায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি করেছে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
ওসি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। খবর পেয়ে আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ডক্টর তাজাম্মুল হক জানান, মৃত্যুর খবর শোনার সাথে সাথে সকাল ৬ টায় আমি মিটফোর্ড হাসপাতালে যাই। প্রাথমিকভাবে আমার মনে হয়েছে প্রেম জনিত কারণে হয়তোবা সে আত্মহত্যা করেছে। পুলিশের ইতিমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে।
আত্মহত্যার নেপথ্যের আসল ঘটনা জানার জন্য এবং কেউ যদি প্রকৃত অপরাধী হয় তার বিচার নিশ্চিত করার জন্য পুলিশ মৃতদেহটি হাসপাতালে পাঠিয়েছেন। ময়না তদন্ত শেষে খুব দ্রুতই তাকে তার গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে।