শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

নির্বাচনের কথা শুনলে উপদেষ্টাদের চুল খাড়া হয়ে যায় এমন মন্তব্য করেছেন মেজর হাফিজ

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নির্বাচন দেয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন ইলেকশনের কথা বললেই উপদেশটাদের চুল খাড়া হয়ে যায়।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, প্রফেসর ইউনূস বললে মানায় বা সিনিয়র কেউ বললেও মানায়, কিন্তু নাতির বয়সী কেউ যদি মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দেয় তাহলে কষ্ট লাগে।

তিনি বলেন, স্বৈরাচার এরশাদের চুল ছিল ছোট, চুল কাটতে গেলে নাপিতের খুব কষ্ট হতো, ঠিক তখন নাপিত এরশাদকে জিজ্ঞেস করতো, স্যার কবে নির্বাচন দিবেন? এই কথা শুনেই রাগে এরশাদের চুল খাড়া হয়ে যেতো, নাপিতের চুল কাটতে সুবিধা হতো।

বিএনপি গত ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে উল্লেখ করে এই নেতা বলেন, আমাদের অবদানকে অস্বীকার করবেন না । ক্ষমতায় গেলে তরুণদের আর্মি ট্রেনিং দেয়া হবে। এই সরকারকে বেশিদিন ক্ষমতায় থাকতে দেয়া হবে না৷ তারা দুর্বল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ