মুন্সিগঞ্জের সদর উপজেলার মিরকাদিমে দুটি অন্তঃসত্ত্বাসহ ১১টি ভেড়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে মিরকাদিম পৌরসভার গোয়ালঘূর্নী এলাকায় বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফেটেনিংয়ে এ ঘটনা ঘটেছে। মৃত ভেড়াগুলোর মধ্যে দুটি অন্তঃসত্ত্বা, চারটি বাচ্চা এবং পাঁচটি পূর্ণবয়স্ক ভেড়া ছিল।
ফার্মটির দেখবালের দায়িত্বে থাকা মো. মামুনের দাবি, তিন বছর ধরে তিনি এই ফার্মে কাজ করেন। ফার্মের পাশেই স্থানীয় মাদকসেবীরা মাদকসেবন করতো এবং আড্ডা দিতো। তারা মাদক সেবীদের সেখানে মাদকসেবন করতে নিষেধ করেছিলেন। তারাই ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে ভেড়াগুলোকে নির্মমভাবে হত্যা করে থাকতে পারে বলে দাবি করেন তিনি।
মামুন বলেন, শনিবার রাত দুইটার দিকে কুকুরের ডাকাডাকির শব্দে ঘুম থেকে উঠেছিলেন তিনি। তখনও ভেড়াগুলো ঠিকঠাক ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখেন ভেড়াগুলো মৃত পড়ে রয়েছে। ভেড়াগুলোর শরীরে ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিল ও রক্ত ঝরছিল।
বিসমিল্লাহ ডেইরি অ্যান্ড বিফ ফেটেনিং-এর স্বত্ত্বাধিকারী মো. আশিক বলেন, ব্যক্তিগতভাবে কারও সঙ্গে তার শত্রুতা নেই। কেন, কী কারণে, বোবা প্রাণীগুলোকে হত্যা করা হয়েছে তা তিনি জানেন না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।