৭ কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ উপাচার্যের সাথে অসভ্য আচরণের অভিযোগে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যা থেকে রাজধানীর মোড় ও টেকনিক্যাল মোড়ে অবস্থান করে তারা। ফলে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) মামুনুর রহমানের কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।
এ ঘটনায় সন্ধ্যার পর তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। শিক্ষার্থীরা বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৫ দফা দাবি নিয়ে গত ৫ জানুয়ারি স্মারকলিপি জমা দেয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, আজ উপ-উপাচার্য মামুনুর রহমানের কাছে স্মারকলিপির আপডেট জানতে গেলে, তিনি শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও কক্ষ থেকে বের করে দেন।