দিনের প্রথম ম্যাচে সিলেট কে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে পেয়ে নিশ্চিত করল ফরচুন বরিশাল। তাদের ৮ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে আসর শেষ করলো সিলেট।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। ফাহিম আশরাফের বোলিং তোপে ফেরেন রনি তালুকদার, কাদিম আর নাহিদুল ইসলাম। মোহাম্মদ নবির দ্বিতীয় শিকারে পরিনত হন ২৮ রান করা আহসান ভাট্টি। ২৪ রানে ফেরেন জাকের আলী। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ১১ বল আগেই অলআউট হয় সিলেট। ১১৬ রানের সংগ্রহ পায় তারা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে তাওহীদ হৃদয়কে হারায় বরিশাল। ফিরে যান মালানও। শেষ দিকে দুই অপরাজিত ব্যাটার তামিম ইকবালের ৫২ আর মুশফিকুর রহিমের ৪২ রানে ৪ ওভার আগেই জয় পায় বরিশাল।