গাজা যুদ্ধ বিরতি চুক্তির অংশ হিসেবে ইজরায়েল থেকে মুক্তি পাওয়ার পর ৭০ ফিলিস্তিনি বন্দী মিশর পৌঁছেছে। বন্দী বিনিময়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত এরা। ইসরাইল বলেছে এদেরকে মিশরের মাধ্যমে কাতার এবং তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসিত করা হবে। তার অংশ হিসেবে ৭০ জনকে জনকে মিসরে নেয়া হয়েছে।
এর আগে যুদ্ধ-বিরতি চুক্তির অধীনে ইসরাইলি যার নারী সেনাকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতা কামি সংগঠন হামাস। এদের ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার পর থেকে গাজায় জিম্মি করে রাখা হয়েছিল। পরে ওই চারজনের বিনিময়ে ইসরাইলে কারাগার থেকে ২০০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় নেতানিয়াহু।
মুক্তি পাওয়া ২০০ জনের মধ্যে ১২১ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। এদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি আদালত একাধিক খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৯৮৬ সাল থেকে দীর্ঘ ৩৯ বছর ধরে কারাগারে থাকা ব্যক্তিও আছেন।