বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ মারা গেছেন

প্রতিনিধির / ২৮ বার
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কেএম শফিউল্লাহ মারা গেছেন। রবিবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায় তিনি দীর্ঘদিন ধরেই হাইপারটেনশন, ফ্যাটি লিভার, ডায়াবেটিস নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

কে এম সফিউল্লাহ ১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতে ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন সফিউল্লাহ। পরে তিনটি নিয়মিত আর্মি ব্রিগেড (ফোর্স নামে পরিচিত) গঠিত হলে ‘এস’ ফোর্সের নেতৃত্বে আসেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাবও পান।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন সফিউল্লাহ। পরে মালয়েশিয়া, কানাডা, সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ