ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ভয়-ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্র নায়িকা পরিমনি। সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার সকাল ১০ঃ০০ টার পর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন পরীমনি তার পক্ষে এডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন।
জামিন পরপর পরিমনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি ন্যায় বিচার পাবো। আমার বিশ্বাস ছিল আমি জামিন পাবো। এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। গতকাল আসামি পরিমনি ও তার কস্টিউম ডিজাইনের জুনায়েদ বাগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের, ১৮ এপ্রিল আদালত পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন।
পরে গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই, আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ।