গত বছর থেকে নতুন তিনটি ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা প্রোগ্রাম বাড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত। স্পেশালাইজড প্রফেশনাল ও বৃত্তশালী ব্যক্তিদের দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ প্রদান করেছে দেশটি। এক প্রতিবেদনের মাধ্যম গলফ নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এই কৌশলগত ভিসা প্রোগ্রাম ব্যতিক্রমী প্রতিভাবান ব্যক্তিদের আকর্ষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্যই মূলত করা হচ্ছে।
দুবাইয়ের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন, যা ২০২৪ সালের অক্টোবরে নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি (কেএচইডিএ) দ্বারা প্রবর্তিত হয়েছিলো। এই দীর্ঘমেয়াদী আবাসিক ভিসা সেই শিক্ষকদের দেয়া হবে, বিশেষকরে, যারা আমিরাতের বেসরকারি শিক্ষা খাতে অসামান্য অবদান রেখেছেন।
প্রাথমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে (এইচইআই) কর্মরত শিক্ষকরা তাদের একাডেমিক কৃতিত্ব, শিক্ষায় উদ্ভাবনে অবদান এবং তাদের প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নত করার প্রচেষ্টার ভিত্তিতে যোগ্যতা অর্জন করতে পারবেন এই ভিসায় আবেদন করার জন্য। গোল্ডেন ভিসা হবে নবায়নযোগ্য।