বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১২০ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধির / ২৫ বার
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের দরকার ছিল১৭৮ রান আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৬ উইকেট। তৃতীয় দিনে আর কোন প্রতিরোধ করতে পারেনি পাকিস্তানের বেটাররা। ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হয়েছেন জমেল ওয়ারিখান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। ব্যাট হাতেও দেখিয়েছেন চমক।

টসে জিতে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়। পাকিস্তানের স্পিনার নোমান আলী একাই নেন ৬ উইকেট। পাকিস্তানও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ১৫৪ রানে অলআউট হয়ে যায়। ৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও ২৪৪ রানে অলআউট হয়ে যায়।

পাকিস্তানকে ২৫৪ রানের লক্ষ্য তাড়া করে জিততে হতো এবং যা মুলতানের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার সুযোগ ছিল। কিন্তু ওয়ারিকান এর বোলিং তুপে ধসে গিয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন শাকিল, কাশিফ আলী। সালমান এবং মোঃ রিজওয়ান কিছুটা প্রতিরোধ করলেও টিকতে পারেনি বেশিক্ষণ।

মুলতানে দ্বিতীয় টেস্টের দু’দিনে তিনবার অলআউট হয়েছে দু’দল। ওয়েস্ট ইন্ডিজ দুইবার এবং পাকিস্তান একবার অলআউট হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ