শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

ফরিদপুরে মোবাইল চুরির অপরাধে কান ধরিয়ে বৃদ্ধকে শায়েস্তা

প্রতিনিধির / ১৮ বার
আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চোরের অপরাধে এক বৃদ্ধকে মারধর ও কান ধরে বাজার ঘোরানো দৃশ্য দেখা গেছে। রবিবার সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ঐতিহ্যবাহী কালামৃধা বাজারে এ ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায় ৭৫ বছর বয়সের বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে ও গালিগালাজ করেছেন বাজারের কিছু যুবকেরা। কয়েকজন ধরি মারতে মারতে পুরো বাজার ঘুরাতে দেখা যায়।

এ ঘটনার সমালোচনা করে দোষীদের শাস্তি দাবি করে কালামৃধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম জানান, রোববার সকাল দশটার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। তখন ওই ক্রেতার মোবাইলটি এই বৃদ্ধ লোকটি নিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। পরে বাজারের লোকজন তাকে আটকিয়ে কান ধরে ওঠবস করায়। এরপর কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ভিডিওটি দেখিনি এখনও। থানায় কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ