বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন মানুষের ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই। এবার যদি বিএনপি ক্ষমতায় যায় আমাদের প্রথম কাজ হবে কৃষি ও কৃষকের ভাগ্যের উন্নতি করা। কৃষকের জন্য আমরা শস্য বীমা প্রবর্তন করব। রবিবার বিকেলে মাদারীপুরের শিবচরের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সভায় কথা বলেন।
এ সময় তিনি বলেন, এবার যদি বিএনপি ক্ষমতায় যায় মানুষের ভোটে। বাংলাদেশের কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। সেই কার্ডের আওতায় কোন পরিবারের জন্য কত কেজি সার লাগবে, বীজ লাগবে, কি পরিমাণ মানি লাগবে সেগুলো গবেষণা করে সেই কাজ আমরা করবো। বাংলাদেশের কৃষকের জন্য উন্নত প্রজাতির বীজের ব্যবস্থা করবো, এটা আমাদের নেতার কমিটমেন্ট। আমরা সেই নেতার দল করি যিনি কথা বললে কথা রাখেন।