রংপুরের পীরগঞ্জে মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। একজনের বয়স ১৭ বছর নাম মুজাহিদুল ইসলাম। আরেকজনের বয়স ৩৫ নাম আনিসুর রহমান রানু। এ সময় আহত হন আরো দুজন। ঢাকা রংপুর মহাসড়কে জামতলায় এ ঘটনাটি ঘটে।
নিহত রানু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও ওসমানপুর এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র। আর মুজাহিদ দশমৌজা পানিয়া এলাকার আতাউর রহমানের পুত্র।
আহত দুজন হলেন– ওসমানপুর জামালপুরের মৃত হুজুর আলীর পুত্র রেজাউল ইসলাম (৩০) ও পাঁচগাছি কদমতলির আমিনুল ইসলামের পুত্র রাকিবুল ইসলাম (১৮)।
হাইওয়ে পুলিশের বড় দরগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় জামতলায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুজাহিদুল। এসময় আহত হয় ২ জন।