উইন্ডিজ নারী জাতীয় দলের কাছে প্রথম টি-টোয়েন্টিতে পরাজয় শুরু হলেও দিনশেষে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে উইন্ডিজের কাছে ১০ উইকেট এ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৫৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করে অপরাজিত থাকেন অমৃতা রাম। এছাড়া নাইজাননি করে ১৩ রান এবং আসাবী করে ১১ রান।
৫৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে বাংলাদেশের ওপেনারদের কোনো সমস্যা হয়নি। ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভর করে ৮.৫ ওভারেই জয় তুলে নেয় টাইগ্রেসরা। ফাহমিদা ২৫ বলে অপরাজিত ১৪ রান করেন, আর জুয়াইরিয়া ২৮ বলে অপরাজিত থাকেন ২৫ রানে।