কুষ্টিয়ার মিরপুরে মঈন উদ্দিন নামে তামাক ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এলাকার মানুষদের দেয়া তথ্যে ধলসা গ্রামের তামাক ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে। নিহত মঈন উদ্দিন ধলসা গ্রামের মৃত মাজেদ প্রামানিকের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।
নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেল নামে এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৯টার দিকে রাসেল তার ভাই মঈন উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মঙ্গলবার সকালে এলাকার মানুষ মাঠে কাজ করতে গিয়ে মঈন উদ্দিনের মরদেহ দেখে আমাদের খবর দেয়। রাসেল তার ভাইকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে দাবি করে বিচার চান মিলি।