নরসিংদীর মাধবদীতে পৃথক দুটি ঘটনায় দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ও আজ সকালে মাধবদী ছোট গদাইচড়ে এ ঘটনা ঘটে। এর আগে রাতে শেখেরচর বাবুরহাট বাজারের দক্ষিণ পাশে মোফাজ্জলের বাড়িতে ঢুকে তিথি নামের এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের মা। বিষয়টি নিশ্চিত করেন শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ আলম। তিনি বলেন নরসিংদী সদর উপজেলার মাধবদী ছোট গদাইচর এলাকায় নিহত আব্দুল গফুর দোকান ভাড়া দেয়াকে কেন্দ্র করে তার ছেলের সঙ্গে মনোমালিন্য চলে আসছিল।
এরই মধ্যে সকাল ৭টা ৩০মিনিটে দিকে রক্তাক্ত অবস্থায় আব্দুল গফুরকে কলের পার পড়ে থাকতে দেখে তার মেয়েরা। পড়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।নিহতের মেয়েদের অভিযোগ দোকান ভাড়ার টাকা আত্মসাৎকে কেন্দ্র করে বড় ভাই এই ঘটনা ঘটাতে পারে।
অন্যদিকে সদর উপজেলার শেখেরচর বাবুরহাট এলাকায় ১৪ বছর বয়সে নিহত তিথি এবং চার বছর বয়সী তার প্রতিবন্ধী ভাই এবং তাদের মা আসমা বেগম বাড়িতে ছিল। রাত বারোটার দিকে তিতির বাবা পানের দোকান থেকে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় বসত ভরে দুজনকে পড়ে থাকতে দেখেন। আর ছেলেটি খাটে শুয়ে ছিল।
শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, নিহত তিথীর মাথায় দাঁড়ালো অস্ত্রের আঘাত ছিল। ধারনা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা করে পালিয়ে গেছে।