সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের দেয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারেই লক্ষে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ নারী দল।ম্যাচ সেরা হয়েছেন উইন্ডিজের ওয়ান ডাউন ব্যাটসম্যান ডটিন।
সেন্ট কিডসের ওয়ার্নার পার্কে টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। দিলারা ১২ রানে আউটের পর সোবহানা ২২ রানে ফিরলে ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তার আর অধিনায়ক নিগার সুলতানার জ্যেতির ৮২ রানের জুটি আশা দেখায় বড় সংগ্রহের।
শেষ দিকে শারমিন ৩৭ রানে আউট হলেও নিগারের অপরাজিত ৪০ বলে ৫৩ রানে ৩ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে কিয়ানা জোসেফ আর হেইলি ম্যাথিউসের ব্যাটেই আসে ৬৩ রান।কিয়ানা ১৯ আর ক্যাম্পবেলে ৩ রানে ফিরলেও ডটিন ঝড়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগ্রেসরা।মাথিয়াস ৫৪ বলে ৬০, ডটিন ২২ বলে ৫১।