বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুড়ি দিয়ে খুন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম হৃদয় বয়স ২১। তিনি ওই এলাকার বাবু মিয়ার ছেলে। হৃদয় চুরি, ছিনতাই, মাদক সেবনের সাথে জড়িত ছিল।
মাদক সংক্রান্ত জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বগুড়া ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার। তিনি জানান, সকালে হৃদয় তার কয়েকজন বন্ধুদের নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার ক্ষেতের পাশে আড্ডা দিচ্ছিল। এ সময় হৃদয় বন্ধুদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার ক্ষেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।