সাম্প্রতিক সময়ে শারীরিক সৌন্দর্য বৃদ্ধিতে বেড়েছে প্লাস্টিক সার্জারির জনপ্রিয়তা। কমেছে প্লাস্টিক সার্জারির খরচ। ধনী দেশগুলোর পাশাপাশি মধ্য আয়ের দেশেও প্লাস্টিক সার্জারি এখন সাধারণ বিষয়। গ্র্যান্ড ভিউ রিসার্চের তথ্য বলছে, এর বর্তমান বাজার সাড়ে ৮২ বিলিয়ন মার্কিন ডলার।
ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যায়েস্থেটিক প্লাস্টিক সার্জারি- আইএসএপিএসের হিসেবে, ২০২৩ সালে সৌন্দর্য বর্ধনে সব চেয়ে বেশি অস্ত্রপচার হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় স্থানে ব্রাজিল, তৃতীয় মেক্সিকো। হাসপাতালে সবচেয়ে বেশি অপারেশন হলেও দ্বিতীয় অবস্থানে আছে প্রাইভেট ফ্যাসিলিটি। আবার সৌন্দর্য বর্ধনে অস্ত্রপচারের জন্য সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করে কলম্বিয়া। এর পরেই রয়েছে মেক্সিকো।
দেশ ভেদে পার্থক্য রয়েছে অস্ত্রোপচারের খরচ। মাথায় নতুন চুল প্রতিস্থাপনে যুক্তরাজ্যের খরচ হয় ৪ হাজার থেকে ১২ হাজার ডলার। কিন্তু তুর্কিয়াতে খরচ হয় ২৫০০ ডলার। যুক্তরাষ্ট্রের নাকের অস্ত্রোপচারের খরচ হয় ৭৬০০ ডলার। একই প্রক্রিয়ায় ব্রাজিলের খরচ হয়২০০০ ডলার।