শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

শৈলকুপায় টাকা ছিনতাইয়ের সময় যুবলীগ নেতা আটক

প্রতিনিধির / ১৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় ব্যাংকের সামনে থেকে টাকা ছিনতাইয়ের সময় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আটক হামিদুর রহমান উপজেলার রয়েড়া গ্রামের মো. হারুনের ছেলে। তিনি শৈলকূপার উমেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুর রহমান টিপু বলেন, জরুরী প্রয়োজনে আমি জনতা ব্যাংক থেকে সাড়ে ৮ লাখ টাকা তুলে বাইরে বের হয়। এ সময় ওই ব্যক্তি আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পরে, আমার চিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ