হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় টিটন মিয়া বয়স ২৫ এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সুতাং বাইপাস সড়কে নুরপুর নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
নিহত টিটন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাও গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি প্রাণ-আরএফএল এ কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত অফিসার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে নূরপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি টিটন মিয়াকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেয়ার পথে টিটন মিয়া মারা যান।