গেল ২০২৪ সালে সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই হিসেবে গড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৭৩ টি করে। এসব অগ্নিকাণ্ডে ১৪০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩৫০ জন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব আগুনের ঘটনায় বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা ও গ্যাস সংক্রান্ত কারণে আগুনের ঘটনা বেশি ঘটেছে। সারাদেশে অগ্নিকাণ্ডের এসব ঘটনায় ৪৪৬ কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যেমে প্রায় ১ হাজার ৯৭৫ কোটি টাকার সম্পদ রক্ষা করে।
মাসভিত্তিক অগ্নিকাণ্ডের পরিসংখ্যানে জানা যায়, সবচেয়ে বেশি জানুয়ারি মাসে আগুনের ঘটনা ঘটেছে, যা ২ হাজার ৫১৪টি।