শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

অসম চুক্তি বাতিল প্রসঙ্গ আলোচনায় অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির / ১৮ বার
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ভারতের সঙ্গে বিগত সময়ে বর্ডারের চারটি চুক্তি সহ রেললাইন এবং আরো অনেক অসম চুক্তি রয়েছে। এসব চুক্তি বাতিল করার জন্য বিজিবি বিএসএফের উচ্চ পর্যায়ে আলোচনা অগ্রাধিকার থাকবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনার প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে কী কী বিষয়ে আলোচনা হবে তা ঠিক করতেই এই সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা যেকোনোভাবে বন্ধ করতে হবে, এটাই হবে আলোচনা মূল বিষয়। এছাড়া ভারতীয়রা যাতে সীমানা অতিক্রম না করেম, সীমান্তে ১৫০ কিলোমিটারের বাইরে আসতে হলে অনুমতি নিতে হবে সে ব্যাপারেও আলোচনা হবে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যে অভিন্ন নদী রয়েছে সেগুলোর সমবণ্টন নিয়ে আলোচনা হবে। ভারতীয় গণমাধ্যম যাতে মিথ্যা সংবাদ প্রচার না করে সে বিষয়টিও তোলা হবে বৈঠকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ