টেস্ট ক্রিকেটে ইতিহাসের ১৫ তম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ বাটা হিসাবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন স্টিভেন স্মিথ। বুধবার শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে এই এলিট ক্লাবের প্রবেশ করেন তিনি। সব শেষ বর্ডার গাবাস্কার ট্রফির শেষ টেস্ট মাত্র এক রানের জন্য এই কীর্তি করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্মিথ জানিয়েছিলেন এটি নিয়ে বেশি ভাবতে নারাজ তিনি। মাঠে নেমে স্বাভাবিক খেলাটাই খেলতে চান। স্মিথ বলেন, সত্যি বলতে, এটা নিয়ে খুব বেশি না ভাবার চেষ্টা করছি আমি। এখন কেবল হাতে থাকা কাজের দিকে মনোনিবেশ করতে চাই।
২০১০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর নিজের ১১৫তম ম্যাচে এই রেকর্ড স্পর্শ করলেন স্মিথ। তার আগে অস্ট্রেলিয়ার তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ এই কীর্তি গড়েন।