আইসিসির প্রধান নির্বাহীর কর্মকর্তা জিওফ আলারডাইস পদত্যাগ করেছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বিষয়টি। ২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশন ম্যানেজারের দায়িত্ব ছেড়ে আইসিসির মহাব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।২০২১ এ শেষের দিকে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান।
হঠাৎ পদত্যাগের কারণ ব্যাখ্যায় নতুন চ্যালেঞ্জ নেয়ার কথা উল্লেখ করেছেন অ্যালারডাইস। আইসিসির প্রকাশিত বিবৃতিতে জিওফ বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি, তাতে সত্যিই গর্বিত।
অ্যালারডাইসের পদত্যাগের পর তার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বলেন, প্রধান নির্বাহী হিসেবে নেতৃত্ব ও নিবেদনের জন্য আইসিসি বোর্ডের পক্ষ থেকে জিওফকে (অ্যালারডাইস) আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার কাজের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই।
আইসিসির পক্ষ থেকে অ্যালারডাইসের পদত্যাগের কারণ খোলাসা করা না হলেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের প্রতিবেদনে লিখেছে, কিছু নিন্দনীয় কর্মকাণ্ডের কারণে হয়তো সরে দাঁড়িয়েছেন তিনি। বিশেষ করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে দেরি করা এবং গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলার জেরে অ্যালারডাইস পদত্যাগ করতে পারেন।