শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

আওয়ামী লীগের কর্মসূচি বোবা নারীর আত্মচিৎকারের সমান

প্রতিনিধির / ২০ বার
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার ছাড়া কিছুই নয়।

বুধবার জুলাই আন্দোলনে শহীদ আহনাফের বাসায় বিএনপি পরিবারের পক্ষ থেকে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আহনাফ কে হত্যা করেছে। পুরষ্কারের লোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার মধ্যে নূন্যতম অনুশোচনা নেই। সে দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সারাদেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মোট ১০টি দাবিতে আগামী ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধসহ মোট ৫ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ