যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করবে। ওই অঞ্চল নাকি আমেরিকার অংশ। তবে, দেশটির প্রেসিডেন্টের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ৮৫ ভাগ গ্রিনল্যান্ডের মানুষ। বুধবার এক প্রতিবেদনে ব্লুমবার্গ এ তথ্য জানায়।
সমীক্ষা সংস্থা পলিস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি জনমত সমকক্ষ করেছে। সেখানে গ্রিনল্যান্ডের মানুষদের প্রশ্ন করা হয়, তারা ডেনমার্কের অংশ হয়েই থাকতে চান, নাকি যুক্তরাষ্ট্রের অংশ হতে চান।
তাতে দেখা গেছে গ্রীনল্যান্ডের ৮৫ ভাগ মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। তারা যেমন আছেন তেমনই থাকতে চান। ৬% মানুষ চায় যুক্তরাষ্ট্রের নাগরিক হতে। নয় শতাংশ মানুষ জানিয়েছেন, তারা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।প্রথমে ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ও ভূরাজনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। এরপর তিনি জানান, গ্রিনল্যান্ডের ৫৭ হাজার মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চান।