শিরোনাম:
বরগুনায় স্ত্রীকে হত্যা করে স্বামীর থানায় আত্মসমর্পণ চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আন্তর্জাতিক মাতৃভাষা ও পদক পাচ্ছেন দুই ব্যক্তি ইরানের হাদিস ১১০ কামিকাজ ড্রোন ও সাবমেরিন থেকে উৎক্ষেপনযোগ্য লুইটারিং উন্মোচন ভৌগলিক অবস্থার জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল পর্যাপ্ত মজুদের অভাবে যুক্তরাষ্ট্রের হঠাৎই ডিমের দাম বেড়ে গেছে শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি জয়পুরহাটে বিএনপি’র দুই গ্রুপের নেতাকর্মীদের উত্তেজনা ১৪৪ ধারা জারি সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন দেয়া যাবে ফরিদপুরে বিএনপি নেতার ভাতিজাকে শ্রমিকলীগের নেতার ভাতিজার কোপের আঘাতে মৃত্যু
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বরিশাল

প্রতিনিধির / ৩০ বার
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিপিএলের একাদশ তম আসরে দুর্দান্ত ফর্মে থাকা ফরচুন বরিশাল আরেকটি বড় জয় তুলে নিয়েছে। বুধবার মিরপুরে ঢাকাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বরিশাল। ঢাকার জন্য এই ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার, কারণ আগের ম্যাচে চিটাগাং কিংসের জয়ে তারা ইতোমধ্যে আসর থেকে ছিটকে গেছে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকার ব্যাটিং লাইনআপের দুর্দশা আরেকবার স্পষ্ট হয়ে উঠল। মাত্র ১৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে মাত্র ৭৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। বরিশালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম।

ঢাকার ব্যাটিং ব্যর্থতার চিত্র আরও ভয়াবহ ছিল। লিটন দাস ২টি চারের সাহায্যে ভালো শুরুর ইঙ্গিত দিলেও করতে পেরেছেন মাত্র ১০ রান। আরেক ওপেনার তানজিদ তামিম ১৪ বলে করেন মাত্র ৭ রান। তিন নম্বরে নামা রিয়াজ হাসান তো কোনো রানই করতে পারেননি। মিডল অর্ডারেও ছিল চরম ব্যর্থতা, সাব্বির রহমান-মোসাদ্দেক হোসেনদের ব্যাট থেকে বড় ইনিংস আসেনি। শেষদিকে থিসারা পেরেরা ও রনসফোর্ড বিটন কিছুটা চেষ্টা করলেও তা দলের বিপর্যয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল ফরচুন বরিশাল। ৯ বলে ১৫ রান করা ওপেনার তাওহিদ হৃদয় অবশ্য ইনিংস বড় করতে পারেননি। মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে ফিরে যান তিনি। তবে এই উইকেট হারানো ঢাকার জন্য স্বস্তির কারণ হতে পারেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ