মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সড়ক বিষয়ক সম্পাদক রেজাউল শরীফকে দিনে-দুপুরে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুবৃর্ত্তরা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে বালুর মাঠে তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর জেলা আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল শরীফ মাদারীপুর জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আসেন। পরে কার্যালয়ের পাশে বালুর মাঠে গেলে ১২ থেকে ১৪ জনের একটি সন্ত্রাসী দল তাকে ঘেরাও করে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায়। পরে তার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী রেজাউল শরীফের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের মালিকানাধীন সার্বিক পরিবহনেরর সাবেক কর্মী আয়নাল বেপারী ও তার লোকজন তাকে কুপিয়ে জখম করেছে।