শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

ধর্মঘট প্রত্যাহার করে সারাদেশে ট্রেন চলাচল শুরু

প্রতিনিধির / ১১ বার
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারাদেশে ট্রেন চালু হয়েছে। তবে অধিকাংশ ট্রেন ছিল প্রায় যাত্রীশুন্য। আর সিডিউল বিপর্যয়ের কারণে পড়তে হয়েছে যাত্রীদের চরম ভোগান্তিতে। বুধবার সকালে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পরে অন্যান্য সব ট্রেনগুলো। সকাল সাতটায় সময় দেয়া হলো প্রায় এক ঘন্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশ্যে কমলাপুর ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস।

ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে থাকা যাত্রীরা বলছেন, স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। ট্রেনের মত গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সমস্যা সমাধানের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান যাত্রীরা।

এর আগে, আজকের মধ্যে দাবি-দাওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

তবে স্টেশনে এসে বিপাকে পড়তে হয় যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়তো ট্রেন ছাড়ছেই না, কখন ছাড়বে সেটাও জানেন না তারা। পাচ্ছেন না কোনো তথ্যও। তবে ২-১টিতে ইঞ্জিনজনিত কারণ ছাড়া সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্টেশন কৃর্তপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ