গত ২৫ জানুয়ারি রাতের ঘটনা। সেদিন পশ্চিম মেদিনীপুরে বেলদায় পটাশপুর পাহাড়িচকের নেতাজি তরুণ সংঘের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বনাথ। অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্রের ছবিতে মালা দেন। কিন্তু এ সময় নাকি তার পায়ে জুতা ছিল। পরে মঞ্চে নির্ধারিত সময় অনুষ্ঠানও করেন।
এদিকে অভিনেতা তার ভুলের কথা স্বীকারও করেন। ক্ষমাও চেয়েছিলেন। এরপরও মঞ্চ থেকে নামার পরই স্থানীয়দের একাংশ চড়াও হয় তার ওপর। মারমুখী হয়ে উঠেন। এতে অভিনেতার দেহরক্ষী ও গাড়িচালক আহত হয়েছেন। পরে গাড়ি নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন তারা। কিন্তু চলে আসার সময় গাড়িতেও ভাঙচুর করা হয়।