দিনাজপুরের পার্বতীপুরে কাবার্ড ভ্যানের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাবার্ড ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল নটার দিকে পার্বতীপুর ফুলবাড়ি সড়কের হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরো একজন। নিহতারা হলেন পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর মীরাপাড়া এলাকার বুলুর ছেলে শাহিনুর ইসলাম বয়স ৩৫। রামপুরা ছোট হরিপুর এলাকার অনবিকা চন্দ্র রায়ের ছেলে সুখদেব কুমার রায় বয়স ৪২।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একটি মোটরসাইকেলে তিনজন মিলে উপজেলার হলদিবাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় পেছন থেকে একটি ট্রাককে ওভার টেকিং করার সময় বিপরীত দিক থেকে আসা এসএ পরিবহনের একটি কার্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতাবস্থায় সাজেদুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।