রাজশাহী রেল স্টেশনে হামলার ঘটনায় প্রধান আসামি সুমন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয় দিবাগত রাতে অভিযান চালিয়ে। রাজশাহীর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন রাজশাহী রেল স্টেশনে গতকাল সকালে হামলা ভাঙচুরের সাথে জড়িত মূল আসামি সুমন আহমেদকে সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে গ্রেফতার করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, এ সংক্রান্ত ঘটনায় জিআরপি রাজশাহী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার জানান, আমরা অভিযান চালাচ্ছি। পাশাপাশি আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। মামলা দায়ের হলে বিস্তারিত জানানো হবে।