বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

আবারো সচিবালয় সামনে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

প্রতিনিধির / ২৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আবারো সচিবালয়ে সামনে অবস্থা নিয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের সময় অবৈধভাবে চাকরিচুত্য পুলিশ সদস্যেরা। তারা পুনর্বহলে দাবিতে এই আন্দোলনে নেমেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তারা একটি পদযাত্রা বের করে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালের দিকে গিয়ে শেষ হয়। এ সময় দেখা যায় পুলিশ পরিবারের প্রায় ২০০০ মানুষ এই আন্দোলনে যোগ দেয়। চাকরি ফিরে পাওয়ার দাবিতে সদস্যরা আন্দোলন করছে। তাদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে।

এসময় তারা পদযাত্রা থেকে সরকারের উদ্দেশ্যে দাবি জানান, তাদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয়। চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

এসময় আন্দোলনে অংশ নেওয়া এসআই পদমর্যাদার এক পুলিশ সদস্য বলেন, আমরা তো কোনো অন্যায় করিনি। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও পুলিশের আলোচিত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার রোষানলে পরে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখনতো তারা নেই তাহলে আমাদের কেন চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না।

আন্দোলনে অংশ নেওয়া আরেক চাকরিচ্যুত পুলিশ সদস্য বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে আন্দোলন করে যাচ্ছি। আমরা যখন শুরুতে আন্দোলন করেছিলাম তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং আমাদের দাবি-দাওয়া তুলে ধরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ