ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরো ১৫ দিন বাড়তে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ডের কর বিভাগ। তবে নির্ধারিত এই সময়ের পরেও সারা বছর জমা দেয়া যাবে রিটার্ন। তার জন্য গুনতে হবে বাড়তি জরিমানা।
এর আগের অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতার আয়কর রিটার্ন জমা পড়ে ৪০ লাখের বেশি। চলতি অর্থবছরে যার প্রত্যাশা ছিল অন্তত ৫০ লাখ। কিন্তু গত সোমবার (২৭ জানুয়ারি) পর্যন্ত রিটার্ন জমা পড়ে ৩৪ লাখের কাছাকাছি। তাই এনবিআরের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সায় দিয়েছে অর্থ মন্ত্রণালয়ও।