প্রথম আরব নতুন হিসেবে সিরিয়াস ওপরে গিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলী থানি। স্থানীয় সময় বৃহস্পতিবার দামেস্কে পৌঁছান তিনি। এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিংহুয়া এ তথ্য জানাই।
প্রতিবেদনে বলা হয়, আসাদ সরকারের পতনের পর প্রথম কোনো সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানের সিরিয়া সফর এটি। তিনি এমন সময় এই সফর করছেন, যখন আহমেদ আল-শারাকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারা কাতারের আমিরকে স্বাগত জানাতে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফরের আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তার দেশ নতুন সিরীয় প্রশাসনের সঙ্গে মাঠপর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে।