ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৪)। সে বিজয়নগর উপজেলার মেরাশানি গ্রামের বাবুল খার স্ত্রী।
হাসপাতাল সূত্র জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিকেলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মুক্তাকে নিয়ে আসেন তার শ্বশুরবাড়ির লোকজন। এ সময় চিকিৎসক মুক্তার ইসিজি করে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়। মৃত্যুর খবর পাওয়া মাত্রই মুক্তার শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।