ভোলায় বাস ও অটোরিক্সা শ্রমিকদের সহিংসতার ঘটনায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপরেই বাস মালিকের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার সকাল থেকে জেলার সবরুটে বাস চলাচলের ঘোষণা দেয় বাস মালিক সমিতি।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবৈধ জাহান ও স্থাপনা অপসারণ কে কেন্দ্র করে বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে চলমান সহিংসতা নিরসনে বুধবার রাতে বিশেষ সভা ডাকে জেলা প্রশাসন। যেটি সন্ধ্যা সাতটায় শুরু হয়ে চলে প্রায় দু’ঘণ্টা। এতে দুদু পক্ষের বাস মালিক সমিতি, স্থানীয় রাজনৈতিক দলের নেতা, জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আজাদ জাহানের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হলে ধর্মঘট প্রত্যাহার করে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচলের ঘোষণা দেন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী উভয়পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।