মাগুরা শ্রীপুর উপজেলা টুপিপাড়া খালপাড়া থেকে মান্নান মোল্লা নামের এক যুবকের গলাকাটা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মৎস্য ভবনের সামনে খালপাড়ায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত মান্নান ৩ নং শ্রীকোল ইউনিয়নের আলী হোসেনের ছেলে। মান্নান পেশায় একজন মোটরসাইকেলচালক ও রাইড শেয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মান্নান মোল্লা একজন মোটরসাইকেল রাইড শেয়ারিং করেন। তিনি বিভিন্ন সময় মাগুরা জেলা শহর থেকে গ্রামের বিভিন্ন স্থানে যাত্রী নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতেন। বুধবার রাতেও তিনি যাত্রী নিয়ে বিভিন্ন গ্রামে পৌঁছে দেয়ার কাজ করতে বেরিয়েছিলেন। তবে তিনি আর রাতে বাড়ি ফিরে আসেননি। সকালে স্থানীয়রা টুপিপাড়া মৎস্য ভবন খালপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়।