ঢাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের তাণ্ডবের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কোন দৃশ্যমান পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবন্ধী রিক্সা চালককে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে তিনি নিয়ে কথা বলেন।
রিজভী বলেন, জুলাই অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকে বাদী হয়ে মামলা করা উচিত। জুলাই বিপ্লবে নিহত আহতরা বিচার চায়। আহনাফের মত ছেলেকে গুলি করেছে। তাদের আত্মার রক্ত পিপাসু নেকড়ের আত্মা। শেখ হাসিনার কাছে নারী শিশুর কোন মূল্য নেই। একটাই মূল্য সেটা শুধু সিংহাসন। তিনি কতজনকে সন্তানহারা করেছে তার কোন হদিস নেই।
তিনি আরও বলেন, গুলি ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে খুশি হতেন হাসিনা। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী।এদিন, শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রসঙ্গে রিজভী বলেন, প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়, যার উদাহরণ শেখ হাসিনা।
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দরবেশ ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে। তিনি আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছেন। ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে সরকার কাজ করছে।