ওয়ানডে সিরিজ হারের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ডটিন একাই বাংলাদেশকে ঘায়েল করে। এবার দ্বিতীয় ম্যাচে ডটিনের সাথে যোগ দেন কিনা জোসেফ। দুজনের ব্যাটে চড়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ২০১ রান স্কোরবোর্ডে জমা করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
২০২ রানের টার্গেটে খেলতে নেমে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসরা থামে ৯৫ রানে। সব মিলিয়ে ২৯৬ রানের এই ম্যাচে ১০৬ রানে হারে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। এর চেয়ে বড় ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে কিউইদের মাঠে সিরিজের প্রথম ম্যাচে ১৩২ রানে হেরেছিল টাইগ্রেসরা।
এই ম্যাচে অন্য এক তিক্ত রেকর্ডও দেখেছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়াল। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ১৮৯ রান, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছিল অস্ট্রেলিয়া।