শেখ হাসিনার আমলের মত অন্তর্বর্তী সরকারের আমলেও বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। শনিবার সকালে রাজধানীর নাম পল্টনে ভাসানী হলে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় কুমিল্লায় যুবদল কর্মীকে হত্যার প্রসঙ্গে তিনি কথা বলেন।
রিজভী আরো বলেন, শঙ্কা দেশে আরও বাড়ছে দিন দিন। কেউ অন্যায় করলে গ্রেফতার করা হয়। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন। শেখ হাসিনার আমলের মত বিচারবহির্ভূত হত্যা কেন ঘটবে। ডঃ ইউনুস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলে, তার আমলে শেখ হাসিনা শাসন আমলের মত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোন অবস্থাতেই কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা পতন মানতে পারছে না ভারত, তাই এখনো নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে একতাবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
এ সময় রিজভী আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে। ব্যবসায়ীরা ছাত্রদের পিছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে। বালিশের নিচে টাকা দিয়ে আসবে। তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে।
ছাত্রদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর। সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, আমরা শেখ হাসিনার মতো শাসন চাই না। কেউ যেন তার মতো না হয়। তাহলে মানুষ শুনবে।