শিরোনাম:
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

চলতি বছরের দেশে চারটি ক্যান্সার হসপিটাল চালু করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা

প্রতিনিধির / ২০ বার
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

চলতি বছরের মধ্যেই দেশের চারটি ক্যান্সার হাসপাতাল চালু করার ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সরকারি ডাক্তার মোঃ সাইদুর রহমান। তিনি বলেন ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতেও রোগীদের চিকিৎসায় দরকারি যন্ত্রপাতিগুলো দ্রুত সময়ের মধ্যে আমদানি করা হবে। শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জনসংখ্যাভিত্তিক ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডা. সায়েদুর জানান, জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা কোথায় ছাপা হয়, কী গবেষণা হয়ে তা জানাতে হবে। গবেষণা মানুষের জন্য হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় ওষুধ উৎপাদনকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে গবেষণা এগিয়ে নিতে পারে, তবে তা সাংঘর্ষিক হয়। তাই এটি এড়িয়ে প্রয়োজনে সাবেক শিক্ষার্থী এবং জনগনের কাছ অনুদানের মাধ্যেমে অর্থ সংগ্রহের ওপর জোর দেন ডা. রহমান। এছাড়া দেশের ওষুধ প্রতিষ্ঠানগুলো যে পরিমান টাকার ওষুধ উৎপাদন করে সমপরিমান বিদেশ থেকে আমদানি করতে হয় বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ