শিরোনাম:
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

বিএসএফের বাধায় বাঁধ নির্মাণ বন্ধ হবে না বলে জানিয়ে দিয়েছে বিজিবি

প্রতিনিধির / ২৩ বার
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

ফেনীর পরশুরাম সীমান্তে ববল্লারাম বাদ পুনর্নির্মাণের কাজ বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই কাজে বাধা দিলেও বিজিবি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত বছর ২০ আগস্ট বিএসএফের বাঁধের বাংলাদেশ অংশ কাটার চেষ্টায় ব্যস্ত হয় স্থানীয় জনতা এবং বিজিবির বাধার মুখে পরে ভারতীয় অংশ কেটে দেওয়ায় ফেনীসহ পার্শ্ববর্তী জনপদ ব্যাপক বন্যায় ক্ষতির শিকার হয়। যার পরিমাণ দাঁড়ায় প্রায় আড়াই হাজার কোটি টাকা।

বিএসএফের বাধা সত্ত্বেও, বল্লামুখা বাঁধের মেরামত কাজ শুরু হয়। তবে, পুনর্নির্মাণের কাজ চলাকালে ৩০ জানুয়ারি বিএসএফ আবারো বাধা দেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, বিজিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কাজ থামবে না।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে এবং বিএসএফের বাধার আশঙ্কা আগেই জানানো হয়েছিল।

ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দৈর্ঘ্য ১২২ কিলোমিটার। গত আগস্টে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধের ১০২টি স্থানে ভাঙন সৃষ্টি হয়, যার ফলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এখন পর্যন্ত ৯৬টি ভাঙা অংশ মেরামত করা হয়েছে, এবং এতে ব্যয় হয়েছে ৯ কোটি ৫৩ লাখ টাকা। বর্তমানে বল্লামুখা বাঁধের দুটি ভাঙা অংশের মেরামত কাজ চলছে এবং এই কাজের জন্য সরকার ২০ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ