রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মিঠাপুকুরের রংপুর ঢাকা মহাসড়কে গরের মাথা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলির মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা পাভেল পরিবহন রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গরের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী মোরে দুটি বাস, একটি ট্রাক, পিক আপ ও কাভার্ড ভ্যান এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙ্গে যায়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।তিনি আরও বলেন, রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে ঘন কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা অনেক কমে গেছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।
গতকাল শুক্রবার রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জসহ জেলার কয়েকটি স্থানে ৫ টি দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।